ঈদের জন্য প্রস্তুত ঢাকা
ঈদুল আজহার সব প্রস্তুতি সম্পন্ন করেছে রাজধানী ঢাকা। ঈদের নামাজের জন্য এরইমধ্যে পুরোপুরি প্রস্তুত করা হয়েছে জাতীয় ঈদগাহ ময়দান। আর ২৪ ঘণ্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণে প্রস্তুত রয়েছে দুই সিটি করপোরেশন।
নিরাপত্তার স্বার্থে মঙ্গলবার (২১ আগস্ট) থেকে সর্বসাধারণ তো বটেই সংবাদমাধ্যমকর্মীদেরও প্রবেশ নিষেধ জাতীয় ঈদগাহ ময়দানে।
পুরোদমে প্রস্তুত ঈদগাহ। এখন চলছে শেষ মুহুর্তের টুকিটাকি। ঈদের দিন সকাল ৮টায় নারী পুরুষসহ ১ লাখ মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন এখানে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা থাকবেন, তাই নিরাপত্তা ৫ স্তরের।
এদিকে, কোরবানির বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যেই অপসারণের উদ্যোগ নিয়েছে দুই সিটি করপোরেশন। ঈদের দিন দুপুর ২টায় শুরু হবে অপসারণ কাজ। এবার বর্জ্য অপসারণে দায়িত্ব পালন করবেন অন্তত ২১ হাজার পরিচ্ছন্নকর্মী। কোরবানির জন্য এবার ঢাকায় স্থান নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১৭০টি। নগরবাসীকে এসব স্থানেই কোরবানি করতে অনুরোধ করেছে সিটি করপোরেশন।
এরপরও যদি কোনো এলাকায় বর্জ্য অপসারণে দেরি হয় তাহলে দুই সিটি করপোরেশনের দুটি নাম্বারে ফোন করতে অভিযোগ করতে বলা হয়েছে।
দক্ষিণে এবার ভিডিও চ্যাটের মাধ্যমে মনিটর করা হবে অপসারণ কাজ।